দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর প্রথমবারের মতো আগামীকাল রোববার থেকে সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। বিশ্বব্যাপী করোনা মহামারির প্রকোপের কারণে এতদিন দেশটিতে কঠোর বিধিনিষেধ জারি ছিল।
যুক্তরাষ্ট্র ও চীনসহ মোট ৪৯টি দেশ যাদের অধিকাংশই ইউরোপীয় নাগরিক, নতুন নিয়মে কোয়ারেন্টিন ছাড়াই সেদেশে প্রবেশ করতে পারবেন। তবে শুধুমাত্র ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের পূর্ণ ডোজ টিকা নেয়া বিদেশি পর্যটকরাও দেশটিতে প্রবেশের অনুমতি পাচ্ছে।
এদিকে, পূর্ণ ডোজ টিকা নেয়া বিদেশি পর্যটকদের ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে করা করোনার পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়া, সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে তাদের বিস্তারিত তথ্য জমা দিতে হবে।