মিয়ানমারের বিক্ষুব্ধ জনগণকে আবারো বহুদলীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন দেশটির সামরিক শাসক মিন অং হ্লাইং।
আজ রবিবার এক বক্তব্যে এসব কথা জানান তিনি। মিন অং হ্লাইং বলেন, অ্যাসসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস মনোনীত যেকোনো বিশেষ প্রতিনিধির সঙ্গে তার সরকার কাজ করতে প্রস্তুত।
মিয়ানমারের সামরিক জান্তা ও বিরোধীদের মধ্যে আলোচনার ক্ষেত্র তৈরিতে একজন বিশেষ প্রতিনিধি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে আসিয়ান। এ লক্ষ্যে আগামীকাল বৈঠকে বসছেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা।
মিয়ানমারে সবশেষ নির্বাচনে জয়লাভ করে সুচির দল। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ জানিয়ে অঅসছিল সেনাবাহিনী। পরে গত১ ফেব্রুয়ারি সুচির দলকে সরিয়ে ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী।
অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্সের হিসাবে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত অন্তত ৬ হাজার ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে মারা পড়েছে ৯৩৯ জন। তবে সামরিক বাহিনী এসব সংখ্যাকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করছে।