নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের চোরাগোপ্তা হামলায় সেনাবাহিনীর অন্তত ১৫ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। এবং নিখোঁজ রয়েছেন ৬ জন।
রোববার রাতে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করে। এতে জানানো হয়, তোরোদি এলাকায় একটি আইইডির বিস্ফোরণে আহতদের সরিয়ে নেয়ার সময় একটি সরবরাহ মিশনের ওপর চোরাগোপ্তা হামলা চালায় আততায়ীরা।এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
এ হামলার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ দায়ী করেছে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর মতো নাইজারও আল কায়েদা ও ইসলামিক স্টেটের জঙ্গিদের লক্ষ্যে পরিণত হয়েছে। এদিকে, লেবাননের খালদেহ শহরে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন অন্তত তিন বেসামরিক নাগরিক।