আফগানিস্তানের জালালাবাদে তালেবানবিরোধী বিক্ষোভে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
বুধবার, দেশটির রাজধানী কাবুল থেকে ১৫০ কিলোমিটার দূরের শহরটিতে স্থানীয় বাসিন্দারা জাতীয় পতাকা টাঙানোর চেষ্টা করলে তালেবান যোদ্ধারা গুলি চালায়। এ ঘটনায় আহত হয়েছেন ডজনখানেকের বেশি মানুষ।
এদিকে, হাজার হাজার আফগান দেশ ছেড়ে পালানোর জন্য কাবুল বিমানবন্দরে জড়ো হওয়ার চেষ্টা করলে তালেবানের সশস্ত্র সদস্যরা তাদের বিমানবন্দর যেতে বাধা দেয়।
এছাড়া, বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় গুলিতে ও ভিড়ের চাপে পিষ্ট হয়ে রোববার থেকে এ পর্যন্ত মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক তালেবান কর্মকর্তা।
অন্যদিকে, পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে তালেবান। এর ফলে, আমদানি-রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে জটিলতা।