যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মার্কিন নৌবাহিনীর পাঁচ নাবিক নিহত হয়েছেন।
দেশটির ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে, গত ৩১ আগস্ট, মার্কিন ওই সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।
শনিবার, এক বিবৃতিতে তাদের মৃত ঘোষণা করা হয়। ওই বিবৃতিতে জানানো হয়, গত ৩১ আগস্ট, প্রশাস্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর এমএইচ-৬০এস হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এরপর ৭২ ঘণ্টার বেশি সময় সময় ধরে তল্লাশি অভিযান চালানোর পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় নিখোঁজদের উদ্ধারে ৩৪টি উদ্ধারকারী ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়া, হেলিকপ্টার ও উদ্ধারকারী জাহাজের মাধ্যমেও ওই নাবিকদের খোঁজে তল্লাশি চালানো হয়। এদিকে, এ দুর্ঘটনায় আরও পাঁচজন নাবিক আহত হয়েছেন।