গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ২২১ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় দুইশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৬১ হাজার ৪৭৪ জনে।
একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ১৫ লাখ ৭২ হাজার ৪২৫ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২৩ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৮৪৬ জনে।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি ৪ লাখ ২৪ হাজার ৫২৮ জন শনাক্ত হয়েছেন। এসময়ে দেশটিতে মারা গেছেন ৪৩২ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ৭৪ হাজার ৯৫৬ জন করোনায় আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৮৫৫ জনের।
দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮১ জন এবং নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩১ হাজার ১৩১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১৭ লাখ ৪০ হাজার ৭২২ জন আক্রান্ত এবং মারা গেছেন ১০ লাখ ৬ হাজার ৪৪৫ জন।