বৈদেশিক উন্নয়ন সহায়তার আওতায় বাংলাদেশের সাথে জাপানের পাঁচ প্রকল্প বাস্তবায়নে ২৫০ কোটি ডলারের চুক্তি সাক্ষরিত হয়েছে।
বুধবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ চুক্তি সই হয়। চুক্তির আওতায় যেসব প্রকল্প বাস্তবায়ন রয়েছে তা হলো- মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প-১, ঢাকা মাস রপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প ১, সরাসরি বৈদেশিক বিনিয়োগ উৎসাহিতকরণ প্রকল্প-২, জ্বালানি সক্ষমতা ও সংরক্ষণ উৎসাহিতকরণ অর্থায়ন প্রকল্প ও মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প-৫। এর আগে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রী আবে শিনজো ছাড়াও দেশটির নীতি-নির্ধারক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি