ইউক্রেনে ‘শান্তি’ প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ওয়াশিংটন সফর চলাকালে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এতে রাশিয়ার সাথে নয়াদিল্লির সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে দাঁড়িয়ে মোদি সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেন ঘটনার একেবারে শুরু থেকেই ভারত এ বিরোধের সমাধান, সংলাপ এবং কূটনীতির উপর জোর দিয়ে আসছে।’
তিনি বলেন, ইউক্রেনের ‘শান্তি পুনরুদ্ধারের ব্যাপারে আমরা যে কোন উপায়ে অবদান রাখতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি।’