মিয়ানমারে ক্ষমতাসীন জান্তার হামলায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক লোক এবং তিনজন প্রতিরোধ যোদ্ধা।
স্থানীয় এক সংবাদমাধ্যম আজ এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানায়, গত শুক্রবার সাগাইং অঞ্চলের সোনে চৌং নামের একটি গ্রামে এ হত্যাকাণ্ড চালায় দেশটির সেনাবাহিনী। সেখানে প্রথমে তিনজনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়। নিহত ওই তিনজনই বো তুন তাউক পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য ছিলেন।
এর আগে চলতি বছরের মার্চ মাসে ইয়িনমাবিন শহরের অন্য একটি গ্রামে অন্তত চারজন বেসামরিক নাগরিককে হত্যা করেছিল জান্তা সেনারা।