চীনে একটি স্কুলের ছাদ ধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত ওই ভবনটি একটি স্কুল জিমনেসিয়াম এবং প্রবল বৃষ্টির মধ্যে সেটির ছাদ ধসে পড়ে প্রাণহানির এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অনেকেই শিশু বলে জানা যাচ্ছে। সোমবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব চীনে প্রবল বৃষ্টিতে স্কুল জিমনেসিয়ামের ছাদ ধসে অন্তত ১১ জন মারা গেছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। কর্মকর্তারা বলছেন, জিমটি ধসে পড়ার সময় ১৯ জন লোক ভেতরে আটকা পড়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ছাদ ধসে নিহতদের মধ্যে অনেকেই শিশু। যদিও শিশুদের প্রাণহানির ঘটনাটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে এই ঘটনায় শিল্পোন্নত হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি ভবনটির দায়িত্বে ছিলেন।