দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। অবশ্য দুর্ঘটনার পর কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার মধ্যরাতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ফেরিটি ডুবে যায় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তারা বলছে, ডুবে যাওয়া ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিল এবং এর মধ্যে ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন।
এছাড়া দুর্ঘটনার পর ছয়জন বেঁচে গেছেন বলেও এক বিবৃতিতে জানিয়েছে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।