সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতৃবন্দের সাথে এক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।
ইউক্রেনের শস্য রপ্তানী চুক্তি থেকে মস্কোর বেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের কারনে আন্তর্জাতিক অঙ্গনে কোনঠাসা রাশিয়াকে আফ্রিকার কয়েকটি দেশ সমর্থন জুগিয়ে যাচ্ছে। কিন্তু শস্য চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার কারনে আফ্রিকান দেশগুলোকে এর পরিণাম ভোগ করতে হবে।
শীর্ষ সম্মেলনে অংশ নেয়া অন্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে পুতিন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার সাথে আমাদের সহযোগিতা একটি নতুন মাত্রায় পৌঁছেছে। আমরা একে আরো জোরদার করতে আগ্রহী।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ আফ্রিকার ১৭ দেশের নেতা সম্মেলন অংশ নিচ্ছেন। শীর্ষ সম্মেলনটি বৃহস্পতি ও শুক্রবার এই দু’দিন চলবে।
এদিকে শীর্ষ সম্মেলনে যোগ দিতে আফ্রিকান রাষ্ট্রগুলোকে পশ্চিমা দেশগুলো বাধা দিচ্ছে বলে ক্রেমলিন অভিযোগ করেছে।
শীর্ষ সম্মেলনটি প্রথম ২০১৯ সালে রাশিয়ার সোচিতে অনু্িষ্ঠত হয়েছিল। এবার নিয়ে এটি দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে।