ফ্রান্স থেকে ব্রিটিশ উপকূলে আসার সময় ইংলিশ চ্যানেলে অভিবাসী বহনকারী নৌকা ডুবির ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।
এছাড়া ডুবে যাওয়া নৌকাটি থেকে ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
শনিবার ইংলিশ চ্যানেলে নৌকা ডুবির এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফ্রান্সের সানগেত্তে শহরের মেয়র ফ্রাঙ্ক দেশন বার্তাসংস্থা রয়টার্সকে জানান, স্থানীয় সময় শনিবার ভোরে উদ্ধার অভিযান শুরু করেন তারা।
এদিকে ফ্রান্সের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা দ্য মেরিটাইম প্রিফ্রেকচার ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মানবপাচারকারীরা শরণার্থীদের ছোট নৌকায় তুলে দেয়ার কারণে প্রতি বছর এ ধরণের দুর্ঘটনা ঘটে।