ভারতের ওড়িশায় বজ্রপাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
আজ (রোববার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, গতকাল প্রবল বৃষ্টিপাতের মধ্যে ওড়িশা রাজ্যের ছয়টি জেলায় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, খুরদা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুইজন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর ও ঢেনকানালে চারজনের মৃত্যু হয়েছে।
এছাড়া, খুরদা জেলায় বজ্রপাতে আরও তিনজন আহত হয়েছেন বলেও জানায় বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয়।