হামাসের হামলার জবাবে গাজায় ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রাণহানি দাঁড়িয়েছে কমপক্ষে ২৩২ জনে। আহত হয়েছে ১৬শ’ জনের বেশি। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
‘অপারেশন আয়রন সোর্ডস’-এ রাতভর চলে বিমান হামলা। টার্গেট করা হয় হামাসের ১৭টি সামরিক কম্পাউন্ড ও চারটি অপারেশনাল হেডকোয়ার্টার্স। মিসাইলে ধ্বংস হয়েছে গাজার ১১ তলা ভবন।
বিদ্যুৎ বিচ্ছিন্ন শহরের ৮০ শতাংশ এলাকা। স্মরণকালের সবচেয়ে বড় হামলার জন্য হামাসকে চড়া মাশুল গুণতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি জানান, তাদের প্রথম লক্ষ্য দেশ থেকে হামাস যোদ্ধাদের বিতাড়িত করা এবং নিরাপত্তা পুনরুদ্ধার। দ্বিতীয়ত গাজায় শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেয়া। স্থলপথে অভিযানের প্রস্তুতিও নিচ্ছে তেল আবিব। নামানো হচ্ছে হাজারের বেশি রিজার্ভ সেনা।