পূর্ব ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাঁচ মার্কিন সৈন্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রশিক্ষণের সময় হেলিকপ্টরটি রিফুয়েলিং করতে গিয়ে দুর্ঘটনা শিকার হয় বলে জানায় তারা।
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। এরই অংশ হিসেবে এ প্রশিক্ষণ চলছিল।
এদিকে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সৈন্যদের প্রতি শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে দেশের সেবায় যারা প্রাণ হারিয়েছেন, তারা স্মারণীয় হয়ে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা নিশ্চিত করেনি দেশটির কর্মকর্তারা।