যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন । ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। বিদ্যুৎহীন হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।
মার্কিন কর্তৃপক্ষের বরাতে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি উদ্ধার পরিষেবার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার বিকেলে টেনেসিতে প্রচন্ড ঝড় ও টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিদ্যুৎবিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ারআউটেজের তথ্যানুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত টেনেসির ৮০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল।
মন্টগোমারি কাউন্টির মেয়র ওয়েস গোল্ডেন এক বিবৃতিতে বলেছেন, ‘এটি আমাদের সম্প্রদায়ের জন্য একটি দুঃখজনক দিন। যারা আহত হয়েছেন, প্রিয়জন হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন, তাদের জন্য আমরা প্রার্থনা করছি।’
জরুরি পরিষেবার কর্মকর্তারা মানুষজনকে রাস্তা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। কারণ জরুরি পরিষেবাগুলো বিভিন্ন এলাকায় পরিস্থিতিতে সাড়া দিচ্ছে।