যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার জানানো হয়, তারা ইরাক ও সিরিয়ায় ইরানি স্থাপনায় সিরিজ হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে। এরপরেই নতুন করে পাল্টা হুঁশিয়ারি বার্তা দিলো ইরান। খবর টাইমস অব ইসরায়েলের।
দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আমার দেশ যুদ্ধ শুরু করবে না কিন্তু কেউ বিরক্ত করলে এর জবাব কঠোরভাবে দেওয়া হবে। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেছেন।
গত সপ্তাহে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন জন মার্কিন সেনা নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়। এ হামলার জন্য ইরানকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এ নিয়ে আমেরিকার কর্মকর্তারা বলেছেন, মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করে যে, জর্ডানে সামরিক ঘাঁটিতে হামলায় যে ড্রোন ব্যবহার করা হয়েছিল তা ইরানেই তৈরি করা এবং ইউক্রেনে হামলার চালানোর উদ্দেশ্যে রাশিয়ায় ইরান যে ড্রোন পাঠিয়েছে তার সঙ্গে এর মিল রয়েছে।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বিলম্বিত সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “আমরা যেখানে, যখন এবং যেভাবে চাই, সেভাবেই পাল্টা পদক্ষেপ নেবো।”
“প্রকৃত দায়ী ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনাটা নিশ্চিত করতে হবে, এ সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর বিষয়ে সবাই জানেন বলে আমি মনে করি”, বলেন অস্টিন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন বার্তার পরেই ইরানের পক্ষ থেকে পাল্টা সতর্ক বার্তা এলো।