মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন।
স্থানীয় সময় রোববার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় নিরাপত্তা সচিব জানিয়েছেন, মেক্সিকো রাজ্যের রাজধানীর উপকণ্ঠে সড়কপথে একটি বাস উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, ২০২০ সাল থেকে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে।
গত ২৪ ফেব্রুয়ারি, উত্তর-মধ্য রাজ্য সান লুইস পোটোসিতে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। এরমধ্যে চারজনই ছিল শিশু। এছাড়া গত শনিবার দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি ট্রাক অভিবাসীদের ওপর উঠে গেলে তিনজন নিহত হয়।