প্রায় ৫ বছরের মধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৮ ও ৯ জুলাই হবে এই সফর। আসন্ন ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সামিটে যোগ দেবেন তিনি। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিতে টাইমস অব ইন্ডিয়া জানায়, দুই দেশের মধ্যে এ সময় বহুমুখী সম্পর্কের বিষয়ে আলোচনা করা হবে।
এর আগে, মোদি সর্বশেষ রাশিয়া সফরে গিয়েছিলেন ২০১৯ সালে। তখন তিনি ভ্লাদিভস্টকে অর্থনৈতিক এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে এবার রাশিয়া সফর শেষ করে সেখান থেকে অস্ট্রিয়া সফরে যাবেন মোদি। এটা হবে ৪১ বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ওই দেশ সফর।
এখন পর্যন্ত ভারত ও রাশিয়ার মধ্যে ২১টি বার্ষিক সামিট হয়েছে। শেষ সামিট হয় ২০২১ সালের ৬ই ডিসেম্বর নয়া দিল্লিতে। এতে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসেন।