গাজার ৮০ শতাংশ জায়গা খালি করার নির্দেশ ইসরাইলি সেনাদের, নিরীহ ফিলিস্তিনিদের গাজার ৮০ শতাংশ জায়গা খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনারা। এ অবস্থায় ফিলিস্তিনিদের একটাই প্রশ্ন- কোথায় যাবেন তারা?
এর মধ্যেও থেমে নেই তাণ্ডব। মঙ্গলবার (২৩ জুলাই) খান ইউনিসে নতুন করে স্থল অভিযানে নিহত হয়েছেন ৮৪ জন। আহতের সংখ্যা তিন শতাধিক। এমনটাই জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকে ব্যর্থ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
যুদ্ধ শেষ হওয়ার পর মৃত্যুপুরীতে পরিণত হওয়া গাজার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার লক্ষ্যে চীনের মধ্যস্থতায় একটি জাতীয় ঐক্য চুক্তিতে সই করেছে ফিলিস্তিনের বিভিন্ন পক্ষ। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গাজার ৮০ শতাংশ জায়গা খালি করার নির্দেশ ইসরাইলি সেনাদের, একইদিন বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে থাকায় ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তির দাবি জানান তাদের স্বজনরা। এ অবস্থায় তেল আবিবের রাস্তায় র্যালি বের করেন তারা।
এ বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্ল্যান্ট বলেন, হামাসের পরাজয়ের মাধ্যমে জিম্মি মুক্তির বিষয়ে বেশ কাছাকাছি তারা। যদিও এ বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছুই জানায়নি তেল আবিব।
আড়ও পড়ুন: সকাল থেকেই ঢাকার রাস্তায় চলছে গণপরিবহন
এদিকে, নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের সফরকে নিষ্ফল বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। এ বিষয়ে ওয়াশিংটন থিঙ্ক-ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, নেতানিয়াহুর সবচেয়ে বড় সমস্যা হলো তিনি খবরের চার নম্বর গল্প। এই মুহূর্তে ইসরাইল ছাড়াও যুক্তরাষ্ট্রের কাছে চিন্তা করার মতো অনেক বিষয় রয়েছে। এখানেই শেষ নয়, নেতানিয়াহুর মার্কিন মুল্লুকে সফরের কারণে বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে। এসময় তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানান তারা।
বৃহস্পতিবার ফ্লোরিডার পাম বিচে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তার সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন তিনি।