দখলদার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে গত শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করে লেবাননে বড় হামলার হুমকি দেয় ইসরায়েল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতা আজ জানিয়েছেন, ইসরায়েলের হুমকিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। যদি ইসরায়েলিরা লেবাননে বড় কোনো হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, বিদেশিদের পক্ষ থেকে তাদের বার্তা দেওয়া হচ্ছে ইসরায়েল হামলা চালালেও তারা যেন কোনো প্রতিশোধ না নে। কিন্তু হামলা হলে তারা অবশ্যই পাল্টা হামলা চালাবেন। যদিও এটির পরিধি কম হতে পারে।
তিনি বলেছেন, “আগ্রাসনের জবাবের পরিধি ও বিস্তৃতি ঠিক করবেন প্রতিরোধ বাহিনীর নেতৃবৃন্দ। বিদেশি দূতরা বলছেন ইসরায়েল হামলা চালালে আমরা যেন প্রতিশোধ না নেই, যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে। কিন্তু আমরা জবাব দেব।”
এই নেতা আরও হুমকি দিয়েছেন, যদি ইসরায়েলি সেনারা লেবাননে স্থল হামলা চালায় তাহলে হিজবুল্লাহও দখলদার ইসরায়েলে স্থল হামলা চালাবে।
তিনি বলেছেন, “আমরা ইসরায়েলের কাছ থেকে কোনো স্থল হামলার আশঙ্কা করছি না। কিন্তু তারা যদি স্থল হামলা চালায় তাহলে আমরা প্রস্তুত। যদি তারা লেবাননে প্রবেশ করে তাহলে আমরা গ্যালিলিতে (ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চল) প্রবেশ করব।”
ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করলেও সশস্ত্র এ গোষ্ঠী শুরু থেকেই জানিয়ে আসছে শিশুরা যেখানে নিহত হয়েছে তারা সেখানে কোনো ধরনের হামলা চালায়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো স্থানান্তর শুরু করেছে। যদিও হিজবুল্লাহর পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা নেই। কিন্তু ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তারা এসব সূক্ষ্ম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালাবে।