রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উভয় দেশের নেতারা। জাপানের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের ৭৯ বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট চিঠি বিনিময়ের সময় এই ইচ্ছা প্রকাশ করেন তারা। শুক্রবার এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
কেসিএনএ এর খবরে বলা হয়, ১৫ আগস্ট উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে একটি চিঠিতে অভিনন্দন বার্তা পাঠান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিঠিতে বলা হয়, জাপানের বিরুদ্ধে সোভিয়েত সেনাদের লড়াই করার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যে বন্ধন তৈরি হয়েছিল তা তাদের সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে চলেছে।
জবাবে রুশ নেতাকে ফিরতি চিঠি পাঠান কিম। তিনি বলেছেন, ‘অভিন্ন শত্রুর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের সময় দুই দেশের সেনাবাহিনী এবং জনগণের মধ্যে যে বন্ধুত্ব গড়ে ওঠেছে তা আরও উন্নত করার জন্য একটি শক্তিশালী চালিকা শক্তি হিসেবে কাজ করে…বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব ও অজেয় বন্ধুত্বে পরিণত করে।’
জুনে পিয়ংইয়ংয়ে এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠক করেন কিম ও পুতিন। এসময় ‘বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব’ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন তারা, যেটিতে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও রয়েছে।
দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের অভিযোগ, অর্থনৈতিক ও অন্যান্য সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে রকেট ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে সহায়তা করছেন কিম। এমন অভিযোগের পরই জুনের ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।