গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে শেষ তিন থেকে চার সপ্তাহ আলোচনা হয়নি। কোনও পক্ষই সমঝোতার জন্য এগিয়ে আসেনি। বুধবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও গালফ কো-অপারেশন কাউন্সিল এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে উপস্থিত হন থানি। সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আলোচনার সম্ভাবনা (গাজা যুদ্ধবিরতি বিষয়ে) নিয়ে যদি বলি, মূলত গত তিন থেকে চার সপ্তাহে কোনও বৈঠক হয়নি। কারও দিক থেকে তেমন আগ্রহও দেখা যায়নি। সব পক্ষই যেন মৌনব্রত পালন করছে। আর আমরা চক্রাকারে একই পথে ঘুরছি।’
ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে মধ্যস্থতা প্রচেষ্টার নেতৃত্বে আছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব রাখা হয়। তা সত্ত্বেও গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করে হামাস। এসময় প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে এখনও প্রায় শ’খানেক মানুষকে গাজায় আটকে রাখা হয়েছে বলে ইসরায়েলের ধারণা।
এই হামলার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৪২ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।