কানাডীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে, মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা।
কানাডা সরকারের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিটিভি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির ঘোষণা শেষ পর্যন্ত বাণিজ্যযুদ্ধে রূপ নিতে পারে। এতে সারা বিশ্বেই পণ্যের দাম বেড়ে যাবে।
সংশ্লিষ্ট সূত্রটি সিটিভি নিউজকে জানিয়েছে, কানাডা মূলত ট্রাম্পকে একটি রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে। তাই তারা শুল্ক আরোপের জন্য এমন সব পণ্যের তালিকা তৈরি করেছে যেগুলোর ব্যাপক প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে।
শনিবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, কয়েক বিলিয়ন ডলার মূল্যের আমদানিকৃত মার্কিন পণ্য শুল্কের আওতায় পড়বে, যা মঙ্গলবার ৩০ বিলিয়ন ডলারের পণ্য দিয়ে শুরু হবে, ফেব্রুয়ারির শেষের দিকে তা বেড়ে দাঁড়াবে ১৫৫ বিলিয়ন ডলারে।
ভাষণে তিনি কানাডার নাগরিকদের কেনাকাটার সময় ‘কানাডার পণ্যকে বেছে নেওয়ার’ আহ্বান জানান।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার থেকেই কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এছাড়া কানাডার তেলের ওপর শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার কথা বলেন। আর এই শুল্ক ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে জানান তিনি।
এদিকে পাল্টা জবাবে শুল্ক আরোপ করতে কানাডায় রফতানি হয় এমন মার্কিন পণ্যের একটি বিশদ তালিকা প্রস্তুত করেছে কানাডা কর্তৃপক্ষ। তালিকায় বার্বন, জ্যাক ড্যানিয়েলসের মতো অ্যালকোহলযুক্ত পানীয়র সঙ্গে আছে বিভিন্ন আসবাবপত্র, সিরামিক ও স্টিল পণ্য। এমনকি কমলার রস ও পোষা প্রাণীর খাবারও আছে এই তালিকায়।