ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাত ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। গত জানুয়ারি মাসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নেতানিয়াহুর দেশ। খবর আল জাজিরার। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস) মিডিয়া কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলের “গুরুতর এবং ক্রমাগত বৃদ্ধির” নিন্দা করে বলেছে, ইসরায়েলি বাহিনী গত মাসে গাজা উপত্যকায় অন্তত সাতজন সাংবাদিককে হত্যা করেছে।
প্রাণ হারানো সাংবাদিকরা হলেন, ওমর আল-দিরাউই, সাইদ আবু নাবান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বশির আল-তালমিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়া এবং আহমেদ হিশাম আবু আল-রুস। পিজেএস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জানুয়ারিতে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের নয়জন সদস্যকে হত্যা করেছে এবং তাদের ছয়জনের বাড়ি ধ্বংস করেছে।
গাজায় ইসরায়েলের যুদ্ধ মিডিয়া কর্মীদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘাতের একটি। ১৫ মাসের মধ্যে প্রায় দুই শতাধিক সাংবাদিক নিহত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, লক্ষ্যবস্তু হামলায় অনেক সাংবাদিক নিহত হয়েছেন।