পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় পৃথক দুটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) গিয়ে চার পাকিস্তানি সেনা এবং ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর-এর বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া ডেরা ইসমাইল খান জেলার হাতালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালনা করা হয়। সেনাবাহিনী সন্ত্রাসীদের টার্গেট করে এ অভিযান পরিচালনা করে। এতে ৯ সন্ত্রাসী নিহত হয়। নিহতদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী নেতারা ছিলেন। এরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন বলেও দাবি করা হয়েছে।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায়। যেখানে সেনাবাহিনী আরও ছয় সন্ত্রাসীকে হত্যা করে। এই অভিযানে গোলাগুলির সময় সামনে থেকে নেতৃত্ব দেয়া ২১ বছর বয়সী লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান অর্জাফ শহিদ হন। পরে নায়েব সুবেদার মোহাম্মদ বিলাল (৩৯), সিপাহী ফারহাত উল্লাহ (২৭) এবং সিপাহী হিমত খান (২৯) নামে আরও তিন সেনা সদস্য শহিদ হন।
আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখাওয়া এলাকাটি সন্ত্রাসীমুক্ত করতে ‘স্যানিটাইজেশন’ অপারেশন পরিচালনা করা হচ্ছে। আইএসপিআর জোর দিয়ে বলেছে, পাকিস্তানের সেনাবাহিনী দেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে বদ্ধপরিকর এবং এই ধরনের আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অভিযানে সেনাবাহিনীর সফলতা ও সেনাদের আত্মত্যাগকে সম্মান জানিয়েছেন।