কাতারে রমজান মাস উপলক্ষ্যে নিয়মিত ভোগ্যপণ্যের দাম কমানোর বিশেষ উদ্যোগ চালু করার ঘোষণা দিয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। যার মাধ্যমে ১,০০০ টিরও বেশি প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়েছে। কাতারজুড়ে প্রধান খুচরা বিক্রেতাদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়িত এই উদ্যোগটি পবিত্র রমজান মাসের শেষ পর্যন্ত চলবে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে, এই উদ্যোগটি ভোক্তাদের উপর আর্থিক ব্যয় কমানোর জন্য তাদের চলমান প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এই উদ্যোগটি বিভিন্ন ধরণের প্রয়োজনীয় পণ্যকে অন্তর্ভুক্ত করে, যার মধ্যে রয়েছে ময়দা, চিনি, চাল, ডাল, পাস্তা, মুরগির মাংস, রান্নার তেল এবং দুধের মতো খাদ্যপণ্য, সেইসাথে টিস্যু, অ্যালুমিনিয়াম ফয়েল এবং গৃহস্থালী পণ্য, ডিটারজেন্টের মতো অখাদ্য পণ্য যা পবিত্র মাসে চাহিদা বৃদ্ধি বেশি হয়ে থাকে।
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় তাদের মূল্য ছাড়ের এই নীতি মেনে চলা নিশ্চিত করার জন্য বাণিজ্যিক আউটলেটগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া মন্ত্রণালয় ভোক্তাদের এই উদ্যোগের সুবিধা নিতে এবং দায়িত্বশীলভাবে কেনাকাটা করতে উৎসাহিত করেছে। একই সাথে তাদের সতর্ক থাকতে এবং মূল্য লঙ্ঘনের ক্ষেত্রে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। এছাড়াও অভিযোগ এবং পরামর্শ পৌঁছাতে মন্ত্রণালয়ের অফিসিয়াল যোগাযোগ চ্যানেলের মাধ্যম ব্যবহার করার আহ্বান জানিয়েছে।