1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে
আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র দপ্তরের দ্বিপাক্ষিক বৈঠকে (এফওসি) অংশ নেওয়ার জন্য আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়

অনুষ্ঠিত হবে বৈঠকটি, যেখানে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ।

ওই কর্মকর্তা বলেন, উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। কোনও নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও আলোচনার সময় পারস্পরিক স্বার্থের সব বিষয়ই আলোচনায় আসবে বলে মনে করা হচ্ছে।

তার মতে, এত দীর্ঘ বিরতির পর, আগে থেকে বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া কঠিন। তবে, আলোচনা পরিসর ব্যাপক হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সবশেষ এফওসি অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খানও এই বৈঠকে যোগদানের জন্য বর্তমানে ঢাকায় রয়েছেন। তিনি বলেন,  ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে বিশেষভাবে আগ্রহী ইসলামাবাদ। বিশেষ করে বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছে তারা।

হাইকমিশনার আরও বলেন, পাকিস্তান যেহেতু আফগানিস্তান ও ইরান থেকে পণ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। তাই পরিবহন খরচ কম হলে বাংলাদেশের জন্য পাকিস্তানের মাধ্যমে আমদানি অন্বেষণ করার সুযোগ রয়েছে।

সরাসরি বিমান যোগাযোগের বিষয়ে মো. ইকবাল হুসেন খান বলেন, ফ্লাই জিন্নাহ ছাড়াও শিয়ালকোটে অবস্থিত আরেকটি পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়াল ঢাকায় ফ্লাইট পরিচালনার জন্য সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের কাছে আবেদন করেছে। ফ্লাই জিন্নাহ বর্তমানে ঢাকায় কার্যক্রম শুরু করার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে, এয়ার সিয়াল অনুমোদন পাওয়ার দুই মাসের মধ্যে সরাসরি ফ্লাইট শুরু করবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে সরাসরি এই বিমান সংযোগ পর্যটন সম্ভাবনা বৃদ্ধি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া দুই দেশের মধ্যকার অমীমাংসিত ঐতিহাসিক সমস্যা নিয়ে হাইকমিশনার বলেন, সারা বিশ্বে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের বিষয় বিদ্যমান থাকে। তবে, বর্তমান সম্পর্ক বা অর্থনৈতিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করা উচিত নয়।

ঢাকায় অবস্থানকালে পররাষ্ট্র দপ্তরের এই বৈঠক ছাড়াও পাকিস্তানের পররাষ্ট্র সচিব বালুচ, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া, চলতি মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২০১২ সালের পর বাংলাদেশে এটি হবে কোনও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

রবিবার, ৪ মে, ২০২৫
এলপি গ্যাসের দাম আরও কমলো

এলপি গ্যাসের দাম আরও কমলো

রবিবার, ৪ মে, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.