ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ তীব্রতর হওয়ার মধ্যে হোয়াইট হাউস জানিয়েছে, কিয়েভে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ জুলাই) হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ‘অন্যান্য দেশগুলোকে সামরিক সহায়তা এবং সমর্থনের’ নীতি পর্যালোচনার পর ‘আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য’ প্রতিরক্ষা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা পাঠিয়েছে, যার ফলে ট্রাম্প প্রশাসনের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন যে মার্কিন মজুদ এখন খুব কম। ইউক্রেন সরকার এই ঘোষণার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জানাননি, কোন ধরনের অস্ত্রের চালান বন্ধ করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্টের মতে, এসব অস্ত্রের মধ্যে আকাশ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র এবং নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম অস্ত্রগুলো রয়েছে বলে মনে করা হচ্ছে।
একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, মার্কিন সামরিক মজুত খুব কমে যাওয়ার উদ্বেগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে।