গাজায় নিজেদের পোঁতা মাইনে দখলদার ইসরায়েলের এক সেনার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) দক্ষিণ গাজায় ক্যাপ্টেন রি বিরান নামে ২১ বছর বয়সী এ দখলদারের মৃত্যু হয়। তিনি গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটের টিম কমান্ডার ছিলেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রাথমিক তথ্যে জানিয়েছে, গাজার খান ইউনিসে কয়েকটি ভবন ধ্বংসের কাজ করছিল সেনারা। যেগুলো হামাস ব্যবহার করছে বলে সন্দেহ তাদের। তাই ভবনগুলো ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। এর অংশ হিসেবে সেগুলোতে মাইন পোঁতা হয়।
মাইন পোঁতার দুই ঘণ্টা পর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত ক্যাপ্টেন বিরান আঘাতপ্রাপ্ত হন। ধারণা করা হচ্ছে কোনো শার্পনেল এসে হয়ত তার শরীরে আঘাত হানে। এ ঘটনার কিছু সময় পর তার মৃত্যু হয়। প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা এ ঘটনা তদন্ত করছে।
এর আগে গত সপ্তাহে এক বুলডোজার অপারেটরকে হত্যা করে হামাসের সদস্যরা। ওই দখলদার গাজায় ভবন ভাঙছিল। তখন তার ওপর অতর্তিক হামলা চালান হামাসের যোদ্ধারা। ওই সময় ইসরায়েলি সেনাদের কাছ থেকে একাধিক অস্ত্রও নিয়ে আসেন তারা।