ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান এলাত (উম্ম আল-রাশরাশ) বন্দর এবং নেগেভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবার (১৬ জুলাই) ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গোষ্ঠীটি দাবি করেছে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তাদের ছোড়া ড্রোনগুলো।
গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাবে মঙ্গলবার রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানান হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই যুগপৎ সামরিক অভিযানে তিনটি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে দুটি ড্রোন নেগেভের একটি বড় সামরিক ঘাঁটিতে এবং তৃতীয় ড্রোনটি এলাত বন্দরে আঘাত হানে।’
ইয়াহিয়া সারি বলেন, ‘আল্লাহর কৃপায় এই অভিযান তার নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘ইয়েমেন, তার সকল সামর্থ্য শক্তি দিয়ে গাজার ওপর আগ্রাসন এবং অবরোধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।’
হুতিরা ২০২৩ সালের নভেম্বরে প্রথম লোহিত সাগরে ইসরায়েল, মার্কিন ও পশ্চিমা মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। ওই সময় তারা প্রায় ১০০টি জাহাজে হামলা চালায়। দখলদার ইসরায়েল যেন ফিলিস্তিনের গাজায় বর্বরতা বন্ধ করে সেটি নিশ্চিতে সাগর ছাড়াও ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করেও হামলা চালিয়ে আসছে হুতি।