দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১২ জন, ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
রবিবার (২০ জুলাই) পর্যটন শহর গাপইয়ং-এ ভূমিধসে কয়েকটি বাড়ি চাপা পড়ে এবং বন্যার পানিতে গাড়ি ভেসে গেলে দুজনের মৃত্যু হয়, নিখোঁজ হন আরও চারজন। ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, ভূমিধসে একটি বাড়ি ধসে পড়লে ৭০ বছরের এক নারী মারা যান এবং একটি সেতুর পাশে এক ৪০ বছরের ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়, ধারণা করা হচ্ছে, তিনি পানিতে ডুবে যান।
দেশটির দক্ষিণাঞ্চলে অতিপ্রবল বর্ষণে সৃষ্টি হয়েছে ব্যাপক বন্যা ও ক্ষয়ক্ষতি। শুধু সানচিয়ং কাউন্টিতেই বুধবার থেকে প্রায় ৮০০ মিলিমিটার (৩১.৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, সেখানে ৮ জন নিহত এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। পাশের হ্যাপচিয়ন ও হাদং কাউন্টিতেও ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
সর্বমোট ১২ জন নিখোঁজের মধ্যে ২ জন গওয়াংজু শহরের বাসিন্দা। এ পর্যন্ত প্রায় ৪,২০০টি ক্ষয়ক্ষতির ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে রাস্তা, সরকারি স্থাপনা, ঘরবাড়ি এবং কৃষিজমির ক্ষতি। ইতোমধ্যে ১৪টি শহর ও প্রদেশজুড়ে ১২,৯০০-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে সরে গেছেন।