মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে, যা তিনি ১ আগস্টের মধ্যে চূড়ান্ত করতে চান বলে আগেই ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পাকিস্তানের সঙ্গে করা এই চুক্তিতে দেশটির ‘বিশাল’ তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, “আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে!” তবে এই চুক্তির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
ট্রাম্প আরও জানান, হোয়াইট হাউসে বুধবার তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন এবং তার প্রশাসন বর্তমানে বিভিন্ন বাণিজ্য চুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছে। ট্রাম্পের কথায়, “অন্যান্য দেশও শুল্ক কমানোর প্রস্তাব দিচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমবে। সঠিক সময় হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।”
ট্রাম্প এর আগে ১ আগস্ট সময়সীমা বেঁধে দেন, যার মধ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না, তাদের ওপর বর্তমানে চালু ১০ শতাংশ শুল্কের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করা হবে।