নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে জঙ্গি হামলার তৎপরতা বেড়ে যাওয়ায় ধারাবাহিক অভিযান চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। এর অংশ হিসেবে ক্যামেরুন সীমান্তের কাছে শনিবার (২৩ আগস্ট) বিমান হামলা চালানো হয়েছে। এতে প্রাণ হারায় অন্তত ৩৫ জন। নিহতদের সবাইকে ‘সশস্ত্র জঙ্গি’ বলে দাবি করেছে নাইজেরিয়া।
নাইজেরিয়ান এয়ার ফোর্স (এনএএফ) জানিয়েছে, সেনাদের ওপর হামলার পরিকল্পনা চলছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বর্নো প্রদেশের কুমশে এলাকায় চারটি আলাদা স্থাপনা লক্ষ্য করে চালানো হয় বিমান হামলাটি।
অভিযানের পর স্থল বাহিনীর সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হলে তারা জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বছরের শুরু থেকে এ অঞ্চলে বোকো হারাম ও আইএসআইএল–সংলগ্ন গোষ্ঠী আইএসডব্লিউএপি হামলার মাত্রা বাড়িয়েছে।
বারবার সেনা ঘাঁটি দখল করে সেনা হত্যা ও অস্ত্র লুট করছে গোষ্ঠীটি। ফলে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দিন দিন জটিল হচ্ছে নিরাপত্তা চ্যালেঞ্জ। নাইজেরিয়ায় প্রায় ১৬ বছর ধরে সহিংসতা চলমান রয়েছে।
২০১৫ সালের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সাম্প্রতিক সময়ে আবারও সংঘাত মাথাচাড়া দিয়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, এ সংঘাতে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ মানুষ।