পাকিস্তানের কেন্দ্রীয় সরকার আগামী পনেরো দিনের জন্য পেট্রোল, হাই-স্পিড ডিজেল (এইচএসডি) এবং কেরোসিনের দাম কমিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্স বিভাগ এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে। খবর জি নিউজের।
নির্দেশনা অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ৫ দশমিক ৬৬ রুপি কমে ২৬৩ দশমিক ০২ রুপি , হাই স্পিড ডিজেলের (এইচএসডি) দাম ১ দশমিক ৩৯ রুপি কমে ২৭৫ দশমিক ৪১ রুপিতে এবং কেরোসিন তেলের দাম ৩ দশমিক ২৬ রুপি কমে ১৮৭ দশমিক ৭১ রুপিতে বিক্রি হবে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা (ওজিআরএ) এর সুপারিশ এবং আন্তর্জাতিক বাজারের বর্তমান অবস্থার ভিত্তিতে এই মূল্যমান নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য করোনা মহামারি কেটে যাওয়ার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় পাকিস্তান এক ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছিল, যার রেশ এখনও পুরোপুরি কাটেনি। সেই সময় দেশটিতে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছিল। এর ফলে পাল্লা দিয়ে বেড়ে যায় সব ধরণের পণ্য ও পরিষেবার মূল্য, যা নিম্নবিত্ত ও সীমিত আয়ের লোকজনের জীবনে ব্যাপক সংকট সৃষ্টি করে। বর্তমানে সেই সংকট কিছুটা প্রশমিত হয়েছে।
পাকিস্তানের পরিবহন খাত মূলত পেট্রোল, ডিজেল ও হাই স্পিড ডিজেল নির্ভর। তাই সাম্প্রতিক মূল্যহ্রাসের ফলে সাধারণ নিম্নবিত্ত, সীমিত আয়ের লোকজন এবং উদ্যোক্তারা স্বাভাবিকভাবেই উপকৃত হবেন। এছাড়া দেশটির পার্বত্য এলাকাগুলোতে এখনও জ্বালানি গ্যাস সহজলভ্য নয়। সেসব এলাকার লোকজন রান্নার জন্য কেরোসিন তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কেরোসিনের দাম হ্রাস পাওয়ায় সবচেয়ে বেশি উপকার পাবেন খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের পাহাড়ি এলাকাগুলোর বাসিন্দারা।