একটি শক্তিশালী ভূমিকম্প ৫.৯ মাত্রায় আঘাত হেনেছে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে। ইউএসজিএস বলছে, এতে নিহত হয়েছে অন্তত ৫ জন ও আহত হয়েছে শতাধিক। স্থানীয় সময় শুক্রবার ভোরে তেহরান থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।
ইউএসজিএস জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল পূর্ব আজারবাইজান প্রদেশের হস্তরুদ শহর থেকে ৬০ কিলোমিটার দূরে এবং মাটির ৮ কিলোমিটার গভীরে। একে মধ্যম শক্তির ভূমিকম্প বলছে ইরানের সিসমোলজিক্যাল সেন্টার। এ ভূমিকম্পে পাঁচটি আফটার শক অনুভূত হয়েছে।
ওই প্রদেশের গভর্নর মোহাম্মাদ-রেজা পৌরমোহাম্মাদী স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, ভূমিকম্পে অন্তত ৩০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। (সূত্র: গার্ডিয়ান)
অনলাইন নিউজ ডেস্ক/ বিজয় টিভি