অভিশংসন তদন্তের শুনানিতে আগামী ৪ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাজির হওয়ার আমন্ত্রণ জানিয়েছে মার্কিন কংগ্রেস।
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট দলীয় চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার বলেন, শুনানিতে ট্রাম্পকে হাজির হতে হবে অথবা এ প্রক্রিয়ার ব্যাপারে অভিযোগ করা থেকে বিরত থাকতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুনানিতে উপস্থিত হলে ট্রাম্প সাক্ষীদের প্রশ্ন করার সুযোগ পাবেন।
জেরল্ড ন্যাডলার এক বিবৃতিতে জানান, ট্রাম্পকে আগামী মাসে শুনানির জন্য এক চিঠিতে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। ন্যাডলার বলেন, প্রেসিডেন্ট যেকোন একটি পছন্দ বেছে নিতে পারেন। তিনি অভিশংসন শুনানিতে প্রতিনিধিত্ব করার সুযোগটি নিতে পারেন অথবা প্রক্রিয়া সম্পর্কে অভিযোগ তোলা বন্ধ করতে পারেন।
‘আমি আশা করি, তিনি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমেই তদন্তে অংশগ্রহণ করবেন, যা এর আগে অন্য প্রেসিডেন্টরাও একই কাজ করেছেন’, বলেন জেরল্ড।
এছাড়া চিঠিতে তিনি উল্লেখ করেছেন, নিজের অভিশংসন নিয়ে আলোচনার জন্য শুনানিতে উপস্থিত হওয়া ট্রাম্পের জন্য একটি সুবর্ণ সুযোগ। (বিবিসি)
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি