সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে সৌদি আরবের এক আদালত। এছাড়া আরও তিনজনকে মোট ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার সৌদি আরবের একজন সরকারি কৌঁসুলি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই মামলায় সৌদির প্রাক্তন এক রাজকীয় উপদেষ্টা সৌদ আল-কাহতানির বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল। তবে খাশোগিকে হত্যাকাণ্ডে কাহতানির দিকে বারবার আঙুল উঠলেও শেষপর্যন্ত তাকে অভিযুক্ত করা হয়নি।
২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি।
যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সংস্থা সিআইএ’র বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সৌদির যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আদেশে খাশোগিকে হত্যা করা হয়। সৌদি আরবের পক্ষ থেকে প্রথমে এ হত্যাকাণ্ডের খবর অস্বীকার করা হয়। পরে আন্তর্জাতিক চাপের মুখে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করলেও এর সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার খবর অস্বীকার করা হয়।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি