চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেছে, শনিবার সরকার একথা জানায়। ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জোরদার করেছে। খবর এএফপি’র।
হুবেই প্রদেশের কর্মকর্তাদের দেয়া নতুন তথ্য অনুযায়ী, চীনে কমপক্ষে ২৫৮ জনের মৃত্যু ও ১১ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।
হুবেই প্রদেশটি ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। চীনের বাইরে নতুন আক্রান্ত রোগী সনাক্ত হচ্ছে। ২০ টির বেশি দেশ বর্তমানে ক্ষতিগ্রস্থ। ১১ মিলিয়ন লোকের বসতি সম্পন্ন উহানে গত ডিসেম্বরে প্রথম এই ভাইরাস দেখা দেয়।
গত সপ্তাহে শুরু হওয়া লুনার নিউ ইয়ার হলিডে উপলক্ষে চীনের জনসাধারণ দেশে ও বিদেশে ভ্রমণ করায় এই ভাইরাস সর্বত্র ছড়িয়ে পরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসেরর কারণে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি