চীনে করোনাভাইরাসে আজ (সোমবার) আরো ১৫০ জনের মৃত্যুর খবরে সেখানে মৃতের সংখ্যা ২ হাজার ৫৯২ জনে পৌঁছেছে। যাদের অধিকাংশই ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ কথা জানায়। খবর এএফপি’র।
কমিশন আরো জানায়, চীনে মোট ৪০৯ জন আক্রান্ত হয়েছে তবে এদের মধ্যে মাত্র ১১ জন ছাড়া বাকিরা হুবেই প্রদেশের।
বেশ কিছুদিন ধরে চীনের একাধিক প্রদেশে নতুন সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি, তবে হুবেই প্রদেশ ও চীনের বাইরে পরিস্থিতির অবনতি হয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার হাইনান প্রদেশে ৫৫ বছর বয়স বয়সী এক ব্যক্তি মারা গেছে।
২৫টিরও বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় নতুন প্রাদুর্ভাব দেখা দেয়ায় আতঙ্ক বেড়ে যাচ্ছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি