দক্ষিণ কোরিয়ায় সোমবার থেকে ২৪ ঘণ্টায় আরো ৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ হাজার ২৩৬ জনে দাঁড়ালো। খবর এএফপি’র।
এদিকে পরপর দ্বিতীয় দিনের মতো নতুন করে আক্রান্তের সংখ্যা ১শ’র নিচে রয়েছে। এছাড়া বিগত ২৩ দিনের মধ্যে এই প্রথম আক্রান্তের সংখ্যা দুই সংখ্যার মধ্যে সীমাবন্ধ থাকলো।
দেশটিতে করোনাভাইরাসে আরো এক জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।
এদিকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় আরো ৩০৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মোট এক হাজার ১৩৭ জন সুস্থ হয়ে উঠলো।
দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেসিডিসি) ১০ মার্চ থেকে স্থানীয় সময় সকাল ১০ টায় দিনে একবার করোনাভাইরাসের তথ্য হাল নাগাদ করার সিদ্ধান্ত নিয়েছে। এরআগে তারা দিনে দুইবার তথ্য হাল নাগাদ করতো।
দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছিল। ১৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত ৮ হাজার ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়। ফলে দক্ষিণ কোরিয়া এ ভাইরাস মোকাবেলায় সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি