প্রায় ১০০ বছরেরও বেশি সময় পর মুম্বাইেয় আঘাত হানল কোনও ঘূর্ণিঝড়।
আজ (বুধবার) দুপুরে মহারাষ্ট্র উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় নিসর্গ। মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আলিবাগের কাছে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।
এর ফলে মুম্বাই ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। ইতোমধ্যেই ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের আধিকারিকরা। এর আগেই শহরটিতে জারি করা হয় রেড অ্যালার্ট।
ভয়ঙ্কর শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের কারণে শুধু মহারাষ্ট্রই নয়, গুজরাট, দমন-দিউ এবং দাদরা ও নগর হাভেলিতেও জারি করা হয়েছে কঠোর সতর্কতা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি