আজ থেকে নতুন করে ভিসা আবেদন করা যাবে সংযুক্ত আরব আমিরাতে।
দেশটির কেবিনেট থেকে এই সিদ্ধান্ত এসেছে।
আমিরাতের মেয়াদ ফুরিয়ে যাওয়া ভিসার মেয়াদ বাড়ানো, আইডি কার্ড এবং সংযুক্ত আরব আমিরাতে ঢোকার পারমিট নেয়া হবে আজ থেকে।
করোনাভাইরাস সংক্রমণের পর থেকে এবার কড়াকড়ি কমিয়ে আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যাদের আরব আমিরাতের রেসিডেনশিয়াল ভিসা ও আমিরাতের আইডি অবৈধ হয়ে গেছে মার্চ ও এপ্রিল মাসে তাদেরটা আজ থেকেই নবায়নের জন্য আবেদন করা যাবে।
যাদেরটা মে মাসে অবৈধ হয়েছে তাদের টা ১১ই অগাস্ট থেকে নবায়ন করা যাবে। (সুত্র: বিবিসি বাংলা)