চীনে নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
চীন জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার শেষ তথ্য অনুযায়ী চীনে করোনভাইরাস সংক্রমণে ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এবং জিনজিয়াং স্থানীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন শনাক্তদের মধ্যে ১৩ জনই চীনের জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচির বাসিন্দা।
অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং এবং পূর্ব প্রদেশের শানডং-এ অন্য তিন জন বিদেশ থেকে আসা যাত্রীদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি