সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি Covid-19 ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষায় সাফল্যের পরে বিশ্বজুড়ে করোনার হাত থেকে দ্রুত মুক্তি পাওয়ার একটি আশা জেগে উঠেছে৷ বিশ্বজুড়ে ভ্যাকসিন তৈরির এই প্রক্রিয়ায় খুশি বিশ্বস্বাস্থ্য সংস্থা WHO-ও৷
এখন প্রশ্ন হল, কবে নাগাদ ভ্যাকসিন পেতে পারে বিশ্ববাসী? এ ক্ষেত্রে WHO খুব তাড়াহুড়োতে রাজি নয়৷ কারণ, একাধিক পরীক্ষার পরে নিরাপদ ভ্যাকসিন দরকার৷ তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে৷
হু জানাচ্ছে, প্রথম ভ্যাকসিন ২০২১-এর আগে আশাই করা উচিত নয়৷ ২০২১ সালের শুরুর দিকে করোনা ভ্যাকসিন আশা করতে পারে বিশ্ববাসী৷
WHO-এর এমার্জেন্সি প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান জানাচ্ছেন, ভ্যাকসিনের সুষম বণ্টনের জন্য কঠোর পরিশ্রম করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা৷ কিন্তু এই সময়ের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যেতে হবে৷
রায়ানের কথায়, ‘আমরা ভ্যাকসিন তৈরিতে ভাল ভাবেই এগোচ্ছি৷ একাধিক ভ্যাকসিন এখন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে৷ নিরাপত্তা ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর নিরিখে কোনওটিই এখনও অসফল হয়নি৷ এটা ভাল দিক৷ বাস্তব বিষয়টি হল, আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত অপেক্ষা করতেই হবে ভ্যাকসিনের জন্য৷’
তিনি জানান, ভ্যাকসিন তৈরি ও বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে৷ কারণ এটা বিশ্ববাসীর ভালর জন্য৷ অতিমারি ধনী, গরিব ভেদাভেদ করে না৷ সূত্র: নিউজ ১৮