লেবাননের রাজধানী বৈরুতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দখলে নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা।
শনিবার বৈরুতের শহীদ চত্বর এলাকায় বন্দরে ভয়াবহ বিস্ফোরণ এবং দুর্নীতির প্রতিবাদে চলা বিক্ষোভে গুলির ঘটনা ঘটে। এসময় আহত হয় প্রায় সাড়ে সাতশো জন।
এ সময় তারা দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের ছবিতে আগুন ধরিয়ে দেয়। দুর্নীতি বন্ধ এবং রাজনীতিতে সংস্কার চেয়ে কিছুদিন ধরেই লেবাননে বিক্ষোভ চলছিল।
সরকারের গাফিলতির কারণে বৃহস্পতিবারের বিস্ফোরনে ১৫৮ জনের প্রাণ ঝড়ে গেছে বলেও দাবি করেন আন্দোলনকারীরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি