করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৯ হাজার ৯৮০ জনে।
এছাড়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯৪৪ জন মারা গেছেন এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৪৯০ জন।
তবে প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখেরও বেশি মানুষ।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে মৃত্যুর হার ২ শতাংশের নিচে নেমে এসেছে এবং সুস্থতার হার বেড়ে ৭২ শতাংশে পৌঁছেছে। সূত্র: ইউএনবি