প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক রাশিয়ার বিরোধী রাজনীতিক অ্যালেক্সেই নাভালনির একজন মুখপাত্র বলছেন সম্ভাব্য `বিষপ্রয়োগের‘ শিকার হয়ে তিনি ‘কোমায়‘ বা অচেতন অবস্থায় আইসিইউতে রয়েছেন। তাকে ভেন্টিলেটরে ঢোকানো হয়েছে।
মুখপাত্র কিরা ইয়ারমিশ জানিয়েছেন টোমস্ক নামে একটি শহর থেকে মস্কো ফেরার পথে মাঝ আকাশে বিমানের ভেতর নাভালনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিমানটি ওমস্ক নামক একটি শহরের বিমানবন্দরে জরুরী অবতরণ করে ।
এক টুইট বার্তায় তিনি বলেন, সন্দেহ করা হচ্ছে ফ্লাইটে তাকে যে চান পান করতে দেওয়া হয়েছিল, তাতে হয়তো কিছু মেশানো হয়ে থাকতে পারে। “কারণ সকাল থেকে তিনি শুধু ঐ এক কাপ চা পান করেছিলেন।“
“ডাক্তাররা বলছেন যে কোনো বিষ গরম তরল পদার্থের মাধ্যমে দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। অ্যালেক্সেই এখন অচেতন।“
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, নাভালনির শারীরিক অবস্থা ‘স্থিতিশীল কিন্তু গুরুতর।‘
৪৪ বছরের অ্যালেক্সেই নাভালনি ভ্লাদিমির পুতিনের একজন কট্টর সমালোচক। সূত্র: বিবিসি বাংলা