লেবাননের শিয়াগোষ্ঠী হিজবুল্লাহর কয়েকটি সীমান্ত চৌকিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানায়, বুধবার সকালে এই হামলা চালানো হয়েছে। এর আগে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের দিকে গুলি করার অভিযোগ করা হয়। যদিও ওই হামলায় কোনো ইসরায়েলি সেনা আঘাত পায়নি। এই গুলিবর্ষণের জবাবে পাল্টা হামলা চালায় বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি